ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

যশোরে ঘিরে রাখা বাড়িটি মসজিদের ঈমামের

উত্তম ঘোষ, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৭
যশোরে ঘিরে রাখা বাড়িটি মসজিদের ঈমামের যশোরে ঘিরে রাখা বাড়িটি মসজিদের ঈমামের। ছবি: বাংলানিউজ

যশোর (পাগলাদহ) থেকে: যশোর সদর উপজেলার পাগলাদাহ গ্রামের জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়িটি মসজিদের ইমাম মোজাপ্ফর হোসেনের।

তিনি যশোর সরকারি এম এম কলেজ পুরাতন ছাত্রাবাস মসজিদে ঈমামতি করেন।

সোমবার (২৩ অক্টোবর) সন্ধ্যার পর থেকে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়িটি ঘিরে রাখে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

স্থানীয়রা জানান, প্রায় ১০ বছর আগে পাগলাদহ মাঠপাড়ায় চারকাঠা জমি কিনে বাড়ি তৈরি করেন মোজাপ্ফর। ওই বাড়িতে স্ত্রী, তিন কন্যা সন্তান নিয়ে বসবাস করেন তিনি। তবে কিছুদিন আগে বড় মেয়ে হাবিবাকে বিয়ে দেন।

প্রতিদিন মোজাপ্ফর বাড়ি থেকেই মোটরসাইকেল যোগে ছাত্রাবাস মসজিদে যাওয়া আসা করতেন বলেও জানান স্থানীয়রা।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৭
আরআইএস/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।