সোমবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের দক্ষিণ রঘুনাথপুর গ্রামের আরাজি বালিয়া এলাকার রাজার খাল থেকে এ মরদেহ উদ্ধার করে পুরান বাজার ফাঁড়ি পুলিশ।
স্থানীয়রা জানান, বিকেলে ওই খালে তরুণীর গলাকাটা মরদেহ ভেসে উঠতে দেখে চাঁদপুর মডেল থানা পুলিশকে অবগত করা হয়।
পুরান বাজার ফাঁড়ি পুলিশের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর হোসেন বাংলানিউজকে বলেন, মরদেহ উদ্ধার করে চাঁদপুর মডেল থানায় রাখা হয়েছে। মঙ্গলবার (২৪ অক্টোবর) ময়না-তদন্ত শেষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। এখন পর্যন্ত ওই তরুণীর পরিচয় পাওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ০১০৮ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৭
এইচএ/