ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৮ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৭
দিনাজপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

দিনাজপুর: দিনাজপুর শহরের উপকণ্ঠে অভিযান চালিয়ে ১৪৯ পিস ইয়াবাসহ একরামুল (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১৩) দিনাজপুর ক্যাম্পের সদস্যরা।

সোমবার (২৩ অক্টোবর) দিনগত রাতে শহরতলীর রাজবাটি তামুলিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

একরামুল তামুলিপাড়ারই মো. আব্দুর রহমানের ছেলে।

তিনি এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবেই পরিচিত।  

 র‌্যাব-১৩ এর দিনাজপুর ক্যাম্প কমান্ডার (সিও) মেজর তালুকদার নাজমুছ সাকিব বাংলানিউজকে জানান, একরামুল দীর্ঘদিন থেকে মাদক ব্যবসা চালাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করা হয়।  

এ ঘটনায় তার বিরুদ্ধে বিরুদ্ধে দিনাজপুর কোতয়ালী থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ০৫১৫ ঘণ্টা, ২৪ অক্টোবর, ২০১৭
এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।