ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

বরগুনায় ইভটিজিংয়ের দায়ে বখাটের জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৫ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৭
বরগুনায় ইভটিজিংয়ের দায়ে বখাটের জরিমানা

বরগুনা: বরগুনায় ইভটিজিংয়ের দায়ে নয়ন চন্দ্র শীল (১৬) নামে এক দশম শ্রেণির ছাত্রকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৩ অক্টোবর) বিকেলে বরগুনা ডিকেপি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে ভুক্তভোগী ছাত্রীর অভিযোগের প্রেক্ষিতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনিচুর রহমানের পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাকে এ জরিমানা করেন।

নয়ন চন্দ্র শীল বরগুনা কোরক স্লুইসগেটের বাসিন্দা তপনের ছেলে।

এ বিষয়ে ইউএনও মো. আনিচুর রহমান বাংলানিউজকে জানান, ডিকেপি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীর অভিযোগে নয়নকে পাঁচ হাজার টাকা জরিমানা ও ভবিষ্যতে এমন কাজ যেন না করে সেই মর্মে মুচলেকা নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ০৫২১ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৭
এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।