মঙ্গলবার (২৪ অক্টোবর) ভোরে বোয়ালিয়া উরাপাড়া গ্রামে অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন-বোয়ালিয়া উরা পাড়া গ্রামের মৃত রহমান সরদারের ছেলে শাহাদাত সরদার সোহাগ (৪০) ও একই গ্রামের মৃত সাত্তার সরদারের ছেলে সোহেল রানা (৩০)
ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিরুল ইসলাম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালিয়া উরাপাড়া গ্রামে অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। দুপুরে তাদের জেলহাজতে পাঠানো হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ০৯২১ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৭
ওএইচ/