ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

বরগুনায় মুক্তিযোদ্ধা জিয়াউদ্দিন আহম্মেদের স্মরণে সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৩ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৭
বরগুনায় মুক্তিযোদ্ধা জিয়াউদ্দিন আহম্মেদের স্মরণে সভা বরগুনায় মুক্তিযোদ্ধা জিয়াউদ্দিন আহম্মেদের স্মরণে সভা

বরগুনা: মুক্তিযুদ্ধের সাব-সেক্টর কমান্ডার জিয়াউদ্দিন আহম্মেদের মৃত্যুতে বরগুনায় স্মরণ সভা করা হয়েছে।

মঙ্গলবার (২৪ অক্টোবর) সকাল ১০টায় বরগুনা জেলা মুক্তিযোদ্ধা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সেক্টর কমান্ডার ফোরাম মুক্তিযুদ্ধ-৭১’ বরগুনা জেলা শাখার সভাপতি মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মনোয়ারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বরগুনা জেলা প্রশাসক মো. মোকলেসুর রহমান।

বিশেষ অতিথি  ছিলেন, পুলিশ সুপার বিজয় বসাক।

এসময় জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রশিদ, মুক্তিযোদ্ধা রুস্তুম আজাদ, মকবুল হোসেন, সুখ রঞ্জন শীলসহ জেলা উপজেলার মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

সেক্টর কমান্ডার ফোরাম মুক্তিযুদ্ধ-৭১’ বরগুনা জেলা শাখার উদ্যোগে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১০০৮ ঘণ্টা, ২৪ অক্টোবর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।