মঙ্গলবার (২৪ অক্টোবর) সকালে নেত্রকোনা শহর থেকে তাকে গ্রেফতার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (দুর্গাপুর সার্কেল) শাহ্ শিবলী সাদিক বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার (২০ অক্টোবর) দুপুরে উপজেলার চত্রংপুর পূর্বপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে এজাজুলকে মাদক মামলায় গ্রেফতার করে কলমাকান্দা থানা পুলিশ।
ঘটনার পরিপ্রেক্ষিতে উপ-পরিদর্শক (এসআই) সাইফুল আলম ৩১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ৫০ জনকে আসামি করে থানায় মামলা করেন। পরে এ মামলায় নয়জনকে গ্রেফতার করা হয়।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলানিউজে জানান, গ্রেফতারকৃত এজাজুলকে আদালতে সোপর্দ করা হবে।
বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, ২৪ অক্টোবর, ২০১৭
আরএ