ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

পুলিশের হাত থেকে পালিয়ে যাওয়া আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৪ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৭
পুলিশের হাত থেকে পালিয়ে যাওয়া আসামি গ্রেফতার

নেত্রকোনা: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় পুলিশের হাত থেকে পালিয়ে যাওয়া একাধিক মাদক মামলার আসামি এজাজুলকে (৩৫) ফের গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ অক্টোবর) সকালে নেত্রকোনা শহর থেকে তাকে গ্রেফতার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (দুর্গাপুর সার্কেল) শাহ্ শিবলী সাদিক বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার (২০ অক্টোবর) দুপুরে উপজেলার চত্রংপুর পূর্বপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে এজাজুলকে মাদক মামলায় গ্রেফতার করে কলমাকান্দা থানা পুলিশ।

এসময় এজাজুলের স্ত্রী লিমা আক্তারের নেতৃত্বে তাদের সঙ্গীসাথীরা লাঠিসোটা নিয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালিয়ে উপ-পরিদর্শক (এসআই) মো. মারুফ, সাইফুল মিয়া, সহকারী উপপরিদর্শক (এএসআই) মজিবুর রহমান, মো. ফরহাদ ও কনস্টেবল রফিক মিয়াসহ পাঁচ পুলিশ সদস্যকে আহত করে। এ সুযোগে পুলিশের হাতে কামড় দিয়ে এজাজুল পালিয়ে যেতে সক্ষম হয়।

ঘটনার পরিপ্রেক্ষিতে উপ-পরিদর্শক (এসআই) সাইফুল আলম ৩১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ৫০ জনকে আসামি করে থানায় মামলা করেন। পরে এ মামলায় নয়জনকে গ্রেফতার করা হয়।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলানিউজে জানান, গ্রেফতারকৃত এজাজুলকে আদালতে সোপর্দ করা হবে।

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, ২৪ অক্টোবর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।