ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

মাধবপুরে ১২ কেজি গাঁজা জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৬ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৭
মাধবপুরে ১২ কেজি গাঁজা জব্দ মাধবপুরে ১২ কেজি গাঁজা জব্দ

হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুরে ১২ কেজি গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

মঙ্গলবার (২৪ অক্টোবর) সকালে উপজেলার ধর্মঘর বাজার এলাকার একটি মাঠ থেকে গাঁজাগুলো জব্দ করা হয়।

বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আসাদুজ্জামান চৌধুরী বাংলানিউজকে বলেন, সকালে ধর্মঘর সীমান্ত ফাঁড়ির হাবিলদার আব্দুল আজিজসহ একদল বিজিবি সদস্য গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায়।

এ সময় ১২ কেজি গাঁজা রেখে পাচারকারীরা পালিয়ে যায়।  

জব্দ করা গাঁজার আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা বলে জানান বিজিবি’র এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৭
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।