মঙ্গলবার (২৪ অক্টোবর) সকালে শহরের হাসপাতাল মোড়ের আবুল বাশারের ছাত্রাবাস থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সাব্বির কুষ্টিয়া ইসলামিয়া কলেজের বাণিজ্য বিভাগের প্রথম বর্ষের ছাত্র ও সদর উপজেলার হরিনারায়ণপুরের নজরুল ইসলামের ছেলে।
ওই ছাত্রাবাসে থাকা নিহত সাব্বিরের বন্ধু কাব্য বাংলানিউজকে জানান, সকালে ঘুম থেকে উঠে সাব্বিরকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেয়া হয়। পুলিশ ঘটনাস্থলে এসে তার মরদেহ উদ্ধার করে।
কুষ্টিয়া মডেল থানার উপ পরিদর্শক (এসআই) সুমন কাদেরী জানান, নিহত সাব্বির আহমেদের মরদেহ দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন, তার গলায় ফাঁস ও দুই পায়ে কাটার দাগ রয়েছে।
তবে ময়নাতদন্তের পরই বিস্তারিত জানা যাবে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, ২৪ অক্টোবর, ২০১৭
আরএ