মঙ্গলবার (২৪ অক্টোবর) সকালে সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের আনন্দ বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি ওই এলাকার মৃত আজিজার রহমান পোকার ছেলে।
লালমনিরহাট সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সেলিম রেজা বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে আনন্দ বাজার এলাকায় অভিযান চালিয়ে আব্দুল মালেককে সন্দেহজনকভাবে আটক করে পুলিশ। পরে তার দেহ তল্লাশি করলে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা একটি প্যাকেট থেকে ৪৫০ পিস ইয়াবা পাওয়া যায়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, জেলাকে মাদকমুক্ত করতে পুলিশ প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ১৩২১ ঘণ্টা, ২৪ অক্টোবর, ২০১৭
আরএ