ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় হাজতির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩১ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৭
কুষ্টিয়ায় হাজতির মৃত্যু

কুষ্টিয়া: কুষ্টিয়ায় কোরবান আলী নামে এক হাজতির (হাজতির নম্বর ৮৯১/১৭) মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ অক্টোবর) ভোর ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত কোরবান আলী কুষ্টিয়া শহরের চৌড়হাস এলাকার মৃত খেরো মণ্ডলের ছেলে।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার বিকেলে মাদক মামলার আসামি কোরবান আলী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে তার মৃত্যু হয়।

তবে কি কারণে ওই হাজতির মৃত্যু হয়েছে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
 
কুষ্টিয়া জেলা কারাগারের জেলার মহিউদ্দিন আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ১৩২৯ ঘণ্টা, ২৪ অক্টোবর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।