মঙ্গলবার (২৩ অক্টোবর) সকালে কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল বাশার মিয়া বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে এ মামলা করেন। এতে আটক নব্য জেএমএমবি নেতা মোজাফফর হোসেনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত পরিচয় তিনজনকে আসামি করা হয়েছে।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমল হুদা বাংলানিউজকে বলেন, মঙ্গলবার (২৪ অক্টোবর) আটক মোজাফফরকে আদালতে হাজির করা হবে। ওই মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক শামছুদ্দোহা সাত দিনের রিমান্ডের আবেদন জানাবেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত মোজাফফরকে আদালতে হাজির করা হয়নি।
এরআগে সোমবার (২৩ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে যশোর শহর থেকে সরকারি এম এম কলেজ পুরাতন ছাত্রাবাস মসজিদের ইমাম মোজাফফরকে আটক করে পুলিশ। তার দেওয়া তথ্য অনুযায়ী জঙ্গি আস্তানা সন্দেহে সদর উপজেলার পাগলাদহ গ্রামের মাঠপাড়ায় তার বাড়ি ঘেরাও করে পুলিশ।
পরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করে করা হয়।
বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৭
ইউজি/এএ