ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

পাথরঘাটায় টর্নেডোতে ক্ষতিগ্রস্ত ৪৫ পরিবারকে সহায়তা

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৩ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৭
পাথরঘাটায় টর্নেডোতে ক্ষতিগ্রস্ত ৪৫ পরিবারকে সহায়তা পাথরঘাটায় টর্নেডোতে ক্ষতিগ্রস্ত ৪৫ পরিবারকে সহায়তা

পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটা উপজেলায় টর্নোডোর আঘাতে ক্ষতিগ্রস্ত ৪৫ পরিবারের মধ্যে নগদ টাকা সহায়তা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে কাঁঠালতলী, চরদুয়ানী, সদর পাথরঘাটা ও নাচনাপাড়া ইউনিয়নে পরিবার প্রতি ২ হাজার টাকা করে দেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির অর্থ বিষয়ক সম্পাদক সুভাষ চন্দ্র হাওলাদার।

এ সময় উপস্থিত ছিলেন-কাঁঠালতলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শহিদুল ইসলাম, নাচনাপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ফরিদ উদ্দিন, বরগুনা জেলা ছাত্রলীগের সহ সভাপতি ইয়াছির আরাফাত তালুকদারসহ স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা।

শুক্র ও শনিবার উপজেলার কাঁঠালতলী, চরদুয়ানী, সদর পাথরঘাটা ও নাচনাপাড়া ইউনিয়নে টর্নোডোর আঘাতে শতাধিক ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিধ্বস্ত হয়।

এর আগে গত রোববার উপজেলা পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারের মধ্যে পরিবার প্রতি ৫ হাজার  টাকা, ১শ পিস কম্বল, ৫০ পিস শাড়ি, ৫০ পিস লুঙ্গি, উপজেলা পিআর দপ্তর থেকে পরিবার প্রতি ৫শ’ টাকা ও ১০ কেজি করে চাল দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, ২৪ অক্টোবর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।