মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ এ নলকূপ বিতরণ করেন।
জেলা পরিষদ কার্যালয় চত্বরে এ বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীনের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন- জেলা পরিষদের সচিব শামসুল আলম, সংরক্ষিত নারী আসনের সদস্য ইসরাত জাহান পল্লবী, সদস্য জুলফিকার আলী প্রমুখ।
অনুষ্ঠানে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত জেলার ৮শ’ পরিবারের মধ্যে ৮শ’টি নলকূপ বিতরণ করা হয়।
বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৭
আরবি/