ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

ভয়ংকর ভ্যান চালক জালাল মিয়া!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০২ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৭
ভয়ংকর ভ্যান চালক জালাল মিয়া! ভয়ংকর ভ্যান চালক জালাল মিয়া! ছবি: বাংলানিউজ

খাগড়াছড়ি: নাম মো. জালাল উদ্দিন ওরফে জালাল মিয়া (৪৫)। কিশোরগঞ্জের কুলিয়ারচর থানার আব্দুল্লাহপুর এলাকার বাসিন্দা হলেও প্রায় ১২ বছর ধরে বসবাস করছেন খাগড়াছড়ির জেলা শহরের গঞ্জপাড়া এলাকায়। নিজ এলাকায় স্ত্রী-সন্তান থাকলেও খাগড়াছড়ি এসে নতুন করে পেতেছেন সংসার।

দীর্ঘ বছর ধরে খাগড়াছড়িতে ভ্যান চালকের পেশায় থাকা এই ভয়ংকর ব্যক্তিকে অবশেষে আটক করেছে পুলিশ।

তার বিরুদ্ধে কিশোরগঞ্জে অস্ত্র, ডাকাতি, দস্যুতা, ভূমি দখল, অঙ্গহানির মতো ঘটনায় একাধিক মামলা রয়েছে।

মামলা রয়েছে কক্সবাজারে। শুধু তাই নয় সে এতটাই বেপরোয়া খাগড়াছড়ির যেখানে সে ভাড়া থাকে সেটিকে নিজের দখলে নিয়ে তৈরি করেছেন ঘর। উল্টো জায়গার মালিকের বিরুদ্ধে খাগড়াছড়িতে দু’টি মামলা দায়ের করেছেন ভ্যান চালক জালাল মিয়া।

বুধবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে শহরের গঞ্জপাড়া এলাকা থেকে কুলিয়ারচর থানা পুলিশের সহায়তা খাগড়াছড়ি সদর থানা পুলিশ তাকে আটক করে।

জানা যায়, দীর্ঘ আড়াই বছর ধরে গঞ্জপাড়ায় জৈনক আবুল কালামের বাসায় মাসিক এক হাজার টাকায় ভাড়া থাকলেও এখন সে ওই জমি দখল করে রেখেছেন।

আবুল কালাম বাংলানিউজকে জানান, সন্তানদের সম্পত্তি ভাগ করে দেওয়ার জন্য জালাল মিয়াকে বাড়ি ছাড়তে বললে সে ছাড়বে না জানায় এবং সেখানেই উল্টো নিজে ঘর তুলে বসবাস করছে। শুধু তাই নয় আমার বিরুদ্ধে সে আদালতে দু’টি মামলা দায়ের করেছে।
 
কুলিয়ার চর থানার উপ-পরিদর্শক (এসআই) নুর কাশেম বাংলানিউজকে বলেন, দীর্ঘদিন ধরে সে পলাতক ছিলো। পরে বিভিন্ন মাধ্যম থেকে খবর পেয়ে নিশ্চিত হই সে খাগড়াছড়িতে অবস্থান করছে। পরে খাগড়াছড়ি সদর থানার সহযোগিতায় তাকে সকালে আটক করি। তার বিরুদ্ধে কুলিয়ার চর থানায় দু’টি অস্ত্র মামলা, দু’টি ডাকাতি মামলা ও একটি দস্যুতার মামলা রয়েছে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান বাংলানিউজকে জানান, আটক ব্যক্তির শারীরিক ঘটন এবং এর আগের কয়েকটি ঘটনায় তাকে আমরা সন্দেহ করছিলাম। পরে কুলিয়ার চর থানা থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে কক্সবাজার ও কিশোরগঞ্জে একাধিক মামলা রয়েছে।

আটক জালাল মিয়াকে কুলিয়ারচর থানায় হস্তান্তর করা হচ্ছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
 
বাংলাদেশ সময়: ১৩০১ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৭
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।