বুধবার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলার কেন্দুয়াপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। জহিরুল ইসলাম উপজেলার কেন্দুপাড়া এলাকার রাকিব হোসেনের ছেলে।
ভোলাব তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর সেলিম মিয়া বাংলানিউজকে জানান, জহিরুল ইসলাম দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্নস্থানে চোলাই মাদকসহ বিভিন্ন ধরনের মাদক বিক্রি করে আসছেন। গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে কেন্দুয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৫০ লিটার চোলাই মদসহ জহিরুলকে আটক করা হয়।
জহিরুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৭
এনটি