আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৭ বুধবার (২৫ অক্টোবর) এ নির্দেশনা জারি করে।
ওই নির্দেশনায় বলা হয়, ‘বাংলাদেশি ছেলেদের সঙ্গে মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা মেয়েদের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার প্রবণতা লক্ষ্যণীয় হারে বৃদ্ধি পাওয়ায় এবং কিছু নিকাহ্ রেজিস্ট্রার অপতৎপরতায় লিপ্ত থাকায় ‘বিশেষ এলাকা’ গুলোতে (কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি ও চট্টগ্রাম জেলা) নিবন্ধনের ক্ষেত্রে বর-কনে উভয়ে বাংলাদেশি নাগরিক কি-না বিষয়টি সুনিশ্চিত হয়ে (জাতীয় পরিচয়পত্র দেখে) এ কার্যক্রম সম্পন্ন করতে সকল নিকাহ্ রেজিস্ট্রারকে নির্দেশনা প্রদান করা হলো।
বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৭
ইএস/এএসআর