ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

‘বিশেষ এলাকায়’ সুনিশ্চিত না হয়ে বিয়ে রেজিস্ট্রি নয়

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫১ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৭
‘বিশেষ এলাকায়’ সুনিশ্চিত না হয়ে বিয়ে রেজিস্ট্রি নয়

ঢাকা: বাংলাদেশি ছেলেদের সঙ্গে আশ্রিত রোহিঙ্গা মেয়েদের সঙ্গে লক্ষ্যণীয় হারে বিয়ে বেড়ে যাওয়ায় চার জেলার নিকাহ্‌ রেজিস্ট্রারকে নতুন নির্দেশনা দিয়েছে আইন মন্ত্রণালয়।

আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৭ বুধবার (২৫ অক্টোবর) এ নির্দেশনা জারি করে।

ওই নির্দেশনায় বলা হয়, ‘বাংলাদেশি ছেলেদের সঙ্গে মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা মেয়েদের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার প্রবণতা লক্ষ্যণীয় হারে বৃদ্ধি পাওয়ায় এবং কিছু নিকাহ্ রেজিস্ট্রার অপতৎপরতায় লিপ্ত থাকায় ‘বিশেষ এলাকা’ গুলোতে (কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি ও চট্টগ্রাম জেলা) নিবন্ধনের ক্ষেত্রে বর-কনে উভয়ে বাংলাদেশি নাগরিক কি-না বিষয়টি সুনিশ্চিত হয়ে (জাতীয় পরিচয়পত্র দেখে) এ কার্যক্রম সম্পন্ন করতে সকল নিকাহ্‌ রেজিস্ট্রারকে নির্দেশনা প্রদান করা হলো।

এ বিষয়ে গাফিলতি হলে দায়ী নিকাহ্‌ রেজিস্ট্রারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে’।  

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৭
ইএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।