ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

মাদক বিরোধী প্রচারণায় বরগুনা জেলা পুলিশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫২ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৭
মাদক বিরোধী প্রচারণায় বরগুনা জেলা পুলিশ মাদক বিরোধী প্রচারণায় বরগুনা জেলা পুলিশ

বরগুনা: যে মুখে ডাকি মা, সে মুখে মাদককে বলি না- এ স্লোগানকে সামনে রেখে বরগুনায় শুরু হয়েছে বরগুনা জেলা পুলিশের মাদক বিরোধী প্রচারণা।

বুধবার (২৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে বরগুনা পুলিশ সুপারের কার্যালয়ের হলরুমে এ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বরগুনা অতিরিক্ত জেলা প্রশাসক মো. নুরুজ্জামান।

 

বরগুনার পুলিশ সুপার বিজয় বসাকের সভাপতিত্বে আয়োজিত এ সভায় উপস্থিত ছিলেন- বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহম্মেদ, প্রেসক্লাবের সভাপতি জাকির হোসেন মিরাজ, পৌরসভার মেয়র শাহাদাত হোসেন, মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, আনোয়ার হোসেন মনোয়ার, অ্যাডভোকেট সঞ্জিব দাস, হাসানুর রহমান ঝন্টু, বাংলানিউজের বরগুনা ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট মীর জামাল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।