বুধবার (২৫ অক্টোবর) ফতুল্লার ইসদাইর হক বাজার এলাকায় কমলাপুর-নারায়ণগঞ্জ রুটে এ ঘটনা ঘটে। শিশু ফাহিম ইসদাইর এলাকার ভ্যানচালক বাদশা মিয়ার ছেলে ও ফাতেমা তার তৃতীয় স্ত্রী।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সংসারে অভাব অনটন নিয়ে বাদশা মিয়ার সঙ্গে প্রায়ই ঝগড়া হতো ফাতেমার। বাদশা মিয়া তাদের ঠিকমতো ভরণ-পোষণ দিতেন না। তাই অভিমান করে ফাতেমা তার ৫ বছরের শিশুকে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দেয়। কিন্তু ট্রেনের ধাক্কায় ফাতেমা ছিটকে পড়লেও রেললাইনে কাটা পড়ে মারা যায় ফাহিম।
পরে গুরুতর আহতাবস্থায় ফাতেমাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।
ফতুল্লা রেলস্টেশনের মাস্টার শাহাদাত বাংলানিউজকে জানান, শুনেছি হক বাজার এলাকায় ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু হয়েছে। অপর একজন আহত হয়েছেন বলে জেনেছি। কেউ আমাদের কোনো খবর দেয়নি।
বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৭
ওএইচ/