বুধবার (২৫ অক্টোবর) বেলা ১১টায় শহরের সাতমাথা থেকে একটি লাল পতাকা মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে সেখানে মহান অক্টোবর বিপ্লবের শতবর্ষ উদযাপন কমিটি বগুড়ার চেয়ারম্যান প্রবীণ শিক্ষাবিদ শ্যামল ভট্টাচার্যের সভাপতিত্বে ও জেলা সিপিবির সভাপতি শতবর্ষ উদযাপন কমিটির সদস্য সচিব জিন্নাতুল ইসলামের পরিচালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন- সিপিবির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শাহ আলম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকী, বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য জাহেদুল হক মিলু, বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় সদস্য মনজুর আলম মিঠু, সাইফুল ইসলাম পল্টু, আমিনুল ফরিদ, সাইফুল ইসলাম দুলু ও আব্দুর রশিদ প্রমুখ।
বক্তারা বলেন, অক্টোবর বিপ্লব দেখিয়ে দিয়েছে কিভাবে একটি রাষ্ট্রে সাধারণ মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার মত মৌলিক চাহিদার নিশ্চয়তা দেওয়া যায়। ব্যক্তি মালিকানার পরিবর্তে সামাজিক মালিকানা প্রতিষ্ঠাই পারে মানবিক বিশ্ব গড়ে তুলতে।
সমাবেশে থেকে বাম-গণতান্ত্রিক শক্তি বিনির্মাণের মাধ্যমে শোষণমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উদীচী, চারণ সাংস্কৃতিক কেন্দ্রসহ স্থানীয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।
বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৭
এমবিএইচ/এসআরএস