ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

বদরগঞ্জে বিধবার স্বপ্ন কেড়ে নিলো দুর্বৃত্তরা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৭ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৭
বদরগঞ্জে বিধবার স্বপ্ন কেড়ে নিলো দুর্বৃত্তরা বদরগঞ্জে বিধবার স্বপ্ন কেড়ে নিলো দুর্বৃত্তরা, ছবি: বাংলানিউজ

রংপুর: রংপুরের বদরগঞ্জে বিধবা নাজমা বেগমের (৪৫) স্বপ্ন কেড়ে নিলো দুর্বৃত্তরা। তার রোপণ করা ২৮ শতক জমির ধান ঘাস মারা বিষ দিয়ে মেরে ফেলা হয়েছে।

ঘটনাটি ঘটেছে বুধবার (২৫ অক্টোবর) উপজেলার রামনাথপুর ইউনিয়নের সাতঘরিয়াপাড়া গ্রামে।

জানা যায়, রামনাথপুর ইউপির সাতঘরিয়াপাড়া গ্রামের হাশেম আলীর স্ত্রী নাজমা।

স্বামীর মৃত্যুর পর তিন মেয়েকে নিয়ে তার সংসার। জমি বলতে শুধু ২৮ শতক। যা ২৯ বছর আগে তার স্বামী ক্রয় করেছিলেন। সেই জমিতে তিনি এবার নেপালি সরনা ধান লাগিয়েছেন। ধানে পাক এসেছে আর এসময় দোয়ানী হাজীপুরের আজিমা, মারুফা, সিরাজুল ইসলাম লিটন, মজমুল হক, রফিকুল ইসলাম ওই জমিটিতে অংশ দাবি করেছেন। এনিয়ে  আদালতে তারা মামলাও দেন।

নাজমা বেগম বাংলানিউজকে বলেন, 'গ্রামে আমার কোনো শক্র নেই, আর তারা যেহেতু জমি দাবি করছেন, সেহেতু তারাই ঘাস মারা বিষ দিয়েই আমার জমির ধান নষ্ট করেছেন।

এ বিষয়ে জানতে আজিমা মারুফার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের পাওয়া যায়নি।

উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা সেকেন্দার আলী বাংলানিউজকে জানান, 'কীটনাশক প্রয়োগে জমির ধানের ক্ষতি করা হয়েছে। '

বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাশেদুল হক বাংলানিউজকে জানান, 'বিষয়টি আমি শুনেছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি। '

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৭
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।