ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়কে শিক্ষিত হতে হবে

বেরোবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৮ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৭
ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়কে শিক্ষিত হতে হবে বক্তব্য রাখছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গাঁ

রংপুর: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গাঁ বলেছেন, ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর বিভিন্ন সম্প্রদায়কে শিক্ষা অর্জন করতে হবে। দলিত সম্প্রদায় বাংলাদেশের শিক্ষানীতি অনুসারে শিক্ষা অর্জন করলে তাদের উন্নতি কেউ আটকাতে পারবে না। চাকরি নেওয়ার ক্ষেত্রেও তাদের আর কোন সমস্যা থাকবে না।

বুধবার(২৫ অক্টোবর)দুপুরে নেটওয়ার্কিং ফর ইনক্লুশান এন্ড অফ দলিত'স এন্ড নৃতাত্ত্বিক ইন দি নর্থ-ওয়েস্ট অফ বাংলাদেশ (এনএনএমসি) এর আয়োজনে রংপুরের পর্যটন মোটেলে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাঙ্গাঁ বলেন, মানুষকে মানুষ হিসেবে অভিহিত করতে হবে।

দলিতদের অধিকার আদায় ও সমাজের সকল সম্প্রদায়ের সাথে পথ চলার সুযোগ সৃষ্টি করতে হবে। তাহলেই বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে পরিণত করা সম্ভব হবে।

তিনি এ সময় রংপুরে দলিত সম্প্রদায়ের জন্য আলাদা বাসস্থানের ব্যবস্থা করার আশ্বাস দেন।

বিশেষ অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ বলেন, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর বিভিন্ন প্রকল্প রয়েছে। আমরা দলিত সম্প্রদায়কে এর আওতায় নিয়ে আসবো। আমরা চাই না দেশে কোন সম্প্রদায় অবহেলিত থাকুক। সবাই মূল স্রোতের সাথে তাল মিলিয়ে বৈষম্যহীন দেশ হিসেবে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে চলবে।

এনএনএমসির বিভাগীয় সমন্বয়ক সারা মান্ডারীর সভাপতিত্বে এতে বিশেষ অথিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুরের জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান, রংপুরের পুলিশ সুপার মিজানুর রহমান, ক্ষুদ্র নৃগোষ্ঠী নেতা রবীন্দ্রনাথ সরেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, অক্টোবর ২৫,২০১৭
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।