বুধবার(২৫ অক্টোবর)দুপুরে নেটওয়ার্কিং ফর ইনক্লুশান এন্ড অফ দলিত'স এন্ড নৃতাত্ত্বিক ইন দি নর্থ-ওয়েস্ট অফ বাংলাদেশ (এনএনএমসি) এর আয়োজনে রংপুরের পর্যটন মোটেলে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাঙ্গাঁ বলেন, মানুষকে মানুষ হিসেবে অভিহিত করতে হবে।
তিনি এ সময় রংপুরে দলিত সম্প্রদায়ের জন্য আলাদা বাসস্থানের ব্যবস্থা করার আশ্বাস দেন।
বিশেষ অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ বলেন, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর বিভিন্ন প্রকল্প রয়েছে। আমরা দলিত সম্প্রদায়কে এর আওতায় নিয়ে আসবো। আমরা চাই না দেশে কোন সম্প্রদায় অবহেলিত থাকুক। সবাই মূল স্রোতের সাথে তাল মিলিয়ে বৈষম্যহীন দেশ হিসেবে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে চলবে।
এনএনএমসির বিভাগীয় সমন্বয়ক সারা মান্ডারীর সভাপতিত্বে এতে বিশেষ অথিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুরের জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান, রংপুরের পুলিশ সুপার মিজানুর রহমান, ক্ষুদ্র নৃগোষ্ঠী নেতা রবীন্দ্রনাথ সরেন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, অক্টোবর ২৫,২০১৭
আরআই