জেলা পুলিশের পক্ষ থেকে এমন বিলবোর্ড আর সুখবর দেখে প্রথমে সবাই হতভম্ব হয়ে যাচ্ছেন। পরে বিলবোর্ডের বাকি লেখা পড়ে বুঝতে হচ্ছে যে এটি আসলে মাদক বিরোধী প্রচারণা।
মাদক সেবন করুন, পুরস্কার জিতুন-বলতে বোঝানো হয়েছে, মাদকসেবীর প্রথম পুরস্কার হচ্ছে মৃত্যু, দ্বিতীয় ক্যান্সার, তৃতীয় লিভার সিরোসিস, চতুর্থ যক্ষ্মা, পঞ্চম হাঁপানি, ষষ্ঠ কাঁশি ও সপ্তম সান্ত্বনা পুরস্কার স্বজনের চোখের পানি। এর ড্র মৃত্যু সময়, ড্রয়ের স্থান নিকটবর্তী হাসপাতাল, ফলাফল জানতে পড়তে বলা হয়েছে দৈনিক ইন্তেকাল, যোগাযোগের ঠিকানা বলা হয়েছে কবরস্থান।
মাদক সেবনে দেহ একসময় কঙ্কালসার হয়- সেটি বোঝাতে পুরস্কারের পাশে বড় করে দেয়া হয়েছে একটি মানব কঙ্কালের ছবি।
মূলত মাদক সেবনে মানবদেহের যেসব ক্ষতি হয় তা তুলে ধরে এতে বলা হয়েছে-মাদক সেবনে মৃত্যু অনিবার্য। মাদকের ভয়াবহতা রোধে এবং এর কুফল সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করতে এমন বিলবোর্ড স্থাপন করা হয়েছে।
মিজানুর রহমান নামে এক পথচারী বিলবোর্ডটি দেখে থমকে দাঁড়ান এবং মনোযোগ সহকারে পড়ে জেনে নেন মাদকের ভয়াবহতা সম্পর্কে।
এসময় তিনি বাংলানিউজকে বলেন, মাদক নির্মূলে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ। মাদক সেবনে যে মৃত্যু অনিবার্য সে বিষয়টি ফুটে উঠেছে এর মাধ্যমে। যারা মাদক সেবন করেন, তারা এটি দেখলে মৃত্যু ভয়ে হয়তো সরে আসবেন।
লালমনিরহাটের পুলিশ সুপার এসএম রশিদুল হক বাংলানিউজকে জানান, মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বাড়াতে এ বিলবোর্ড লাগানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৭
আরবি/এসআই