বুধবার (২৫ অক্টোবর) দুপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় কুড়িগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমানের আদালত এ আদেশ দেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১২ সেপ্টেম্বর জেলা শহরের আদর্শপাড়ায় জামায়াত নিয়ন্ত্রিত একটি ছাত্রাবাসে দলের কয়েকজন নেতাকর্মী বৈঠক কর ছিল।
এ সময় ছাত্রাবাস থেকে দলীয় লিফলেটও জব্দ করা হয়।
সরকার বিরোধী ষড়যন্ত্রের অপরাধে পুলিশ বাদী হয়ে জামায়াতের ৩০ নেতাকর্মীর নামে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে।
সরকার পক্ষে কুড়িগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্রাহাম লিংকন এবং আসামিপক্ষে আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম মামলা পরিচালনা করেন।
কুড়িগ্রাম পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্রাহাম লিংকন বাংলানিউজকে বলেন, বিশেষ ক্ষমতা আইনের মামলায় দুই আসামি উচ্চ আদালত থেকে আগাম জামিন নিলেও বাকি আসামিরা পলাতক ছিলেন।
দুপুরে পালাতক ১০ আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৭
এফইএস/আরআইএস/