ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

কুড়িগ্রাম জামায়াতের আমিরসহ ১০ নেতাকর্মী কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৭ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৭
কুড়িগ্রাম জামায়াতের আমিরসহ ১০ নেতাকর্মী কারাগারে

কুড়িগ্রাম: কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির আব্দুল মতিন ফারুকী ও সদর উপজেলা শাখার সেক্রেটারি ফয়েজ উদ্দিনসহ জামায়াতের ১০ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (২৫ অক্টোবর) দুপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় কুড়িগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমানের আদালত এ আদেশ দেন।  

পুলিশ সূত্রে জানা যায়, গত ১২ সেপ্টেম্বর জেলা শহরের আদর্শপাড়ায় জামায়াত নিয়ন্ত্রিত একটি ছাত্রাবাসে দলের কয়েকজন নেতাকর্মী বৈঠক কর ছিল।

খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ফরিদুল হক নামে এক জামায়াতকর্মীকে গ্রেফতার করে।  
এ সময় ছাত্রাবাস থেকে দলীয় লিফলেটও জব্দ করা হয়।

সরকার বিরোধী ষড়যন্ত্রের অপরাধে পুলিশ বাদী হয়ে জামায়াতের ৩০ নেতাকর্মীর নামে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে।

সরকার পক্ষে কুড়িগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্রাহাম লিংকন এবং আসামিপক্ষে আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম মামলা পরিচালনা করেন।

কুড়িগ্রাম পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্রাহাম লিংকন বাংলানিউজকে বলেন, বিশেষ ক্ষমতা আইনের মামলায় দুই আসামি উচ্চ আদালত থেকে আগাম জামিন নিলেও বাকি আসামিরা পলাতক ছিলেন।  
দুপুরে পালাতক ১০ আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৭
এফইএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।