বুধবার (২৫ অক্টোবর) দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভোলা সরকারি মৎস্য খামারের খামার ব্যবস্থাপক এইচএম জাকির হোসেন এ মাছের পোনা অবমুক্ত করেন।
পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশনের মৎস্য ও প্রাণিসম্পদ ইউনিটের সহযোগিতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা এ অনুষ্ঠানের আয়োজন করেন।
এসময় বক্তব্য রাখেন-গ্রামীণ জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন, মৎস্য ইউনিটের টেকনিক্যাল কর্মকর্তা মেহেদী হাসান ওসমান, প্রাণিসম্পদ ইউনিটের টেকনিক্যাল কর্মকর্তা সাদ্দাম হোসেন, শাখা ব্যবস্থাপক আমজাদ হোসেন, প্রোগ্রাম কর্মকর্তা (মৎস্য) আবু সুফিয়ান অপু ও প্রোগ্রাম কর্মকর্তা (কৃষি) যুবায়ের হোসেন।
পরে তেঁতুলিয়া নদীতে সাত মন কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়।
বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৭
আরবি/