ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

ধামরাইয়ে রাস্তা উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৮ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৭
ধামরাইয়ে রাস্তা উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

ধামরাই, ঢাকা: ঢাকার ধামরাইয়ের রোয়াইল ইউনিয়নের কাইমতারা হতে আটিমাইঠান খড়ারচর বাজার পর্যন্ত ৩০০০-৫০০০ মিটার রাস্তা উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৫ অক্টোবর) দুপুরে স্থানীয় সংসদ সদস্য ঢাকা-২০ বীর মুক্তিযোদ্ধা এমএ মালেক প্রধান অতিথি হিসেবে রাস্তাটির ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। রাস্তাটি নির্মাণ কাজে ব্যয় হবে এক কোটি ২৫ লাখ টাকা।


 
রোয়াইল ইউনিয়নের চেয়ারম্যান শামসুদ্দিন খান মিন্টুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সাবেক ঢাকা জেলা পরিষদ সদস্য মাহাবুর রহমান মণি, সুতিপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি ইউসুব আলী, ধামরাই সরকারি কলেজ ছাত্রলীগ শাখার সাবেক সভাপতি হাবিবুর রহমান খান হাবিব, পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান আশিক, সাইদুল ইসলাম পিয়াস, আলামিন হোসেন উজ্জল, তুষার আহাম্মেদ শান্ত প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।