এদিন দুপুরে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
মোস্তাফিজুর রহমান বলেন, অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় যে দুটো আলোচ্যসূচি ছিল তার মধ্যে একটি বাংলাদেশি উদ্যোক্তা কর্তৃক বিদেশে বিনিয়োগের নীতিগত অনুমোদন প্রস্তাব।
এছাড়াও আরেকটি প্রস্তাব অনুযায়ী থাইল্যান্ড থেকে সরকার থেকে সরকার পর্যায়ে ১ দশমিক ৫০ লাখ মেট্রিক টন নন-বাসমতি সিদ্ধ চাল কেনার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান মোস্তাফিজুর রহমান।
খাদ্য মন্ত্রণালয়ের আরেকটি প্রস্তাব অনুযায়ী জাতীয় উন্মুক্ত দরপত্রের মাধ্যমে বিদেশি উৎস থেকে আমদানী প্যাকেজ ১ এর আওতায় এক লাখ মেট্রিক টন নন-বাসমতি চাল ক্রয়ের প্রস্তাব করা হয়েছে।
এছাড়াও নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রস্তাবে বিআইডব্লিউটিএ’র ৫টি ২০ ইঞ্চি এবং ৫টি ১৮ ইঞ্চি কাটার সাকশন ড্রেজার, ক্রেনোটসহ অন্যান্য সরঞ্জামাদি কেনার অনুমোদন দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রস্তাব অনুযায়ী মীরসরাই অর্থনৈতিক অঞ্চলের কাজের অনুমোদন দেওয়া হয়েছে।
সেতু বিভাগের অধীনে পদ্মা বহুমুখী সেতু নির্মান প্রকল্পের জানজিরা অ্যাপ্রোচ রোড অ্যান্ড সিলেক্টেড অ্যান্ড ফেসিলিটিজ নির্মাণ কাজের মূল্য বৃদ্ধিজনিত ভেরিয়েশন প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর মাসে ৭৫ হাজার মেট্রিক টন অতিরিক্ত ফার্নেস অয়েল আমদানির ক্রয় প্রস্তাব অনুমোদিত হয়।
এছাড়াও বিদ্যুৎ বিভাগের বাংলাদেশ বিদ্যুতায়ন উন্নয়ন বোর্ডের কনস্ট্রাকশন অব সাজিবাজার ১০০ মেগাওয়াট সিম্পল সাইকেল পাওয়ার প্ল্যান্ট প্রজেক্ট টার্নকি ভিত্তিতে কেনার প্রস্তাব অনুমোদিত হয়। একই সঙ্গে বেসরকারি খাতে নারায়ণগঞ্জ জেলার মেঘনাঘাটে ৫৩০-৫৯০ মেগাওয়াট ক্ষমতার ডুয়েল ফুয়েল ভিত্তিক কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ক্রয় প্রস্তাব অনুমোদিত হয়।
বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৭
এমএন/এমজেএফ