ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

রংপুরে বিএনপি ও ছাত্রদলের ৩ নেতাকে কারাগারে প্রেরণ

বেরোবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১১ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৭
রংপুরে বিএনপি ও ছাত্রদলের ৩ নেতাকে কারাগারে প্রেরণ

রংপুর: ২০১৪ সালের নির্বাচনকালীন সময়ে বিএনপির ডাকা হরতাল-অবরোধের নাশকতাসৃষ্টিসহ বিভিন্ন মামলায় রংপুর বিএনপি ও ছাত্রদলের তিন নেতার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো নির্দেশ দিয়েছেন আদালত। 

বুধবার (২৫ অক্টোবর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক চাঁদ মো. আলীম-আল-রাজী তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সামসুজ্জামান সামু, সাবেক সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান লাকু এবং জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ।

 

আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল কাইয়ুম মণ্ডল বাংলানিউজকে বলেন, আটক তিন নেতার জামিনের জন্য তারা উচ্চ আদালতে আপিল করবেন।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।