বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের আটক করে পুলিশে সোপর্দ করার পর তিনজনকেই কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার (২৫ অক্টোবর) দুপুরে তাদের কারাগারে পাঠানো হয়।
ওই তিনজনকে আটক করার ১২ ঘণ্টা পর সকালে বিএসএফ সদস্যরা আহতাবস্থায় তাদের বাংলাদেশ সীমান্তে ঢুকিয়ে দেন। তখন তাদের আটক করে বিজিবি। পরে নিকটস্থ বালারহাট বিজিবি ক্যাম্পের নায়েক আবু তাহের বাদী হয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের জন্য আটক তিনজনসহ পলাতক আরও তিনজনের নামে ফুলবাড়ী থানায় মামলা দিয়ে পুলিশে সোপর্দ করেন। এরপর সে মামলায় তিনজনকে কারাগারে পাঠানো হয়।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৪ অক্টোবর) দিনগত রাতে দালালদের সহায়তায় ভারতের দিল্লিতে কাজের উদ্দেশে খালিশাকোটাল সীমান্তের ৯৩৪ নম্বর মেইন পিলারের ১১ নম্বর সাব পিলারের কাছ দিয়ে ওই তিন যুবক ভারতীয় ভূ-খণ্ডে প্রবেশ করেন।
এসময় ভারতীয় বসকোটাল ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের আটক করে সারারাত আটক রেখে সকালে বালাতারী সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকিয়ে দেন। খবর পেয়ে বালারহাট ক্যাম্পের বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তিনজনকে আটক করে ক্যাম্পে নিয়ে আসেন।
লালমনিরহাটস্থ ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ শিমুলবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার নুর হক বাংলানিউজকে জানান, ছয়জনের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের মামলা দিয়ে আটক তিনজনকে ফুলবাড়ী থানা পুলিশে সোপর্দ করা হয়।
আর ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী বাংলানিউজকে বলেন, তিনজনকে মারপিট ও নির্যাতন করা হয়েছে। সে কারণে তাদের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়ে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৭
এফইএস/এএটি/এইচএ/