ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে সংস্কৃতিকর্মীদের প্রতিকী অবস্থান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৯ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৭
ময়মনসিংহে সংস্কৃতিকর্মীদের প্রতিকী অবস্থান ময়মনসিংহে সংস্কৃতিকর্মীদের প্রতিকী অবস্থান

ময়মনসিংহ: বেঙ্গল উচ্চাঙ্গ সংগীত উৎসব আয়োজনে প্রতিবন্ধকতা তৈরি হওয়ায় ময়মনসিংহের সংক্ষুব্ধ সংস্কৃতিকর্মীরা প্রতিকী অবস্থান কর্মসূচি পালন করেছে।

বুধবার (২৫ অক্টোবর) সকাল ১১টার দিকে ময়মনসিংহ নগরীর শশীলজের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ অবস্থান কর্মসূচি পালিত হয়। পরে তারা জেলা প্রশাসক (ডিসি) বরাবর স্মারকলিপি দেন।

অবস্থান কর্মসূচিকালে বক্তব্য রাখেন সংস্কৃতিকর্মী ইয়াজদানি কোরাইশী কাজল, সারোয়ার চৌধুরী, সারোয়ার কামাল রবিন, বাউল সুনীল কর্মকার, ওস্তাদ শাহাবুদ্দিন খান প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, গত কয়েক বছর যাবতই বেঙ্গল উচ্চাঙ্গ সংগীত উৎসব পালিত হয়ে আসছে। কিন্তু এবার রাজধানীর আর্মি স্টেডিয়াম বরাদ্দ দেওয়া হয়নি। এ কারণেই নিরাপত্তা বিবেচনায় আয়োজকদের পক্ষ থেকে অনুষ্ঠান বাতিল করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৭ 
এমএএএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।