ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে ২শ’ অবৈধ স্থাপনা উচ্ছেদ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৭ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৭
বরিশালে ২শ’ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বরিশাল: বরিশাল নগরের সাগরদী ব্রিজ এলাকা থেকে কালিজিরা ব্রিজ ও দপদপিয়া সেতু পর্যন্ত দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

বুধবার (২৫ অক্টোবর) সকাল থেকে দিনব্যাপী এ উচ্ছেদ অভিযান পরিচালনা করে সড়ক ও জনপথ বিভাগ।

জেলা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অভিযানে কোতয়ালী মডেল থানা পুলিশ সহযোগিতা করে।

সড়ক ও জনপথ বরিশালের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা জানান, সড়ক ও জনপথ বিভাগের অনেক জমি বেদখল রয়েছে। দখলদাররা তা নিজেদের কব্জায় রেখেছে। রুটিন কার্যক্রমের আওতায় জমি উদ্ধার করা হচ্ছে।  

এরআগে সোমবারও (২৩ অক্টোবর) একই এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়ে প্রায় আড়াইশ’ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

বাংলা‌দেশ সময়: ১৭২৫ ঘণ্টা, অ‌ক্টোবর ২৫, ২০১৭
এমএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।