ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

দুর্নীতি প্রতিরোধে নারীদের ভূমিকা শীর্ষক মতবিনিময়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৭
দুর্নীতি প্রতিরোধে নারীদের ভূমিকা শীর্ষক মতবিনিময়

গোপালগঞ্জ: গোপালগঞ্জে দুর্নীতি প্রতিরোধে নারীদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ অক্টোবর) গোপালগঞ্জ সার্কিট হাউজের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। দুর্নীতি প্রতিরোধ কমিটি গোপালগঞ্জ শাখা এই সভার আয়োজন করে।

সভায় দুর্নীতি দমন কমিশনের সচিব ড. মো. শামসুল আরেফিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রাক্তন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রেশমা আক্তার হাসির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার, পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান, দুদক উপ-পরিচালক মো. ফজলুল হক প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।