বুধবার (২৫ অক্টোবর) সাতক্ষীরার চারটি সরকারি কলেজের শিক্ষকবৃন্দ একত্রিত হয়ে জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিনের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি পেশ করেন।
স্মারকলিপিতে জাতীয়করণের আগে সংশ্লিষ্ট কলেজ শিক্ষকদের ক্যাডার বহির্ভূত রেখে বিধি প্রণয়নসহ শিক্ষানীতি-২০১০ প্রণয়নের পর যে ৪৫টি কলেজ জাতীয়করণ করা হয়েছে সেসব কলেজের শিক্ষকদের ক্যাডারভুক্তকরণের আদেশ বাতিল ও প্রধানমন্ত্রীর অনুশাসনের পরও জাতীয়কৃত কলেজ থেকে যে সব শিক্ষককে বদলী করা হয়েছে তা বাতিলের দাবি জানানো হয়েছে।
এসময় উপিস্থত ছিলেন- আজিজুর রহমান, শাহীনুল হক, আবুল কালাম আজাদ, অরুন কুমার বিশ্বাস, শরীফুল আলম, আবুবকর সিদ্দিক, শহীদুল ইসলামসহ সাতক্ষীরা সরকারি কলেজ, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ, তালা সরকারি কলেজ ও কলারোয়া সরকারি কলেজের শতাধিক শিক্ষক।
বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৭
এনটি