বুধবার (২৫ অক্টোবর) বিকেলে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় র্যাব। এর আগে দুপুরে সদর থানার আলামপুর দাসপাড়ার তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-৬ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে ঝিনাইদহ র্যাব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার (এএসপি) গোলাম মোর্শেদের নেতৃত্বে দাসপাড়ার মাদক বিক্রেতা প্রল্লাদকে নিজ বাড়ি থেকে ৪৭০ পিস ইয়াবাসহ আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৭
আরবি/