বুধবার (২৫ অক্টোবর) উপাচার্যের বাসভবন থেকে তাকে আটক করা হয়। মিলন নগরীর আশরতপুর এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, উপাচার্যের বাসভবনে নির্মাণ কাজ করতে আসা এক শ্রমিক দেয়াল টপকে ভেতরে ঢুকার সময় নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার বাহিনী তাকে থামিয়ে চ্যালেঞ্জ করে। এ সময় তাকে তল্লাশি করে গাঁজা পাওয়া যায়। পরে তাকে প্রক্টরিয়াল বডির মাধ্যমে পুলিশে সোপর্দ করা হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মুহিব্বুল ইসলাম মুন বাংলানিউজকে বলেন, গাঁজাসহ আটক মিলনকে পাওয়া কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
বাংলাদেশ সময় ১৮৩১ ঘণ্টা, অক্টোবর ২৫,২০১৭
জিপি