ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

হোসেনপুরে ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৫ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৭
হোসেনপুরে ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

কিশোরগঞ্জ: মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং নিম্নমানের সার-বীজ ও পণ্য বিক্রির দায়ে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ছয় ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ১১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুনের ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন বাংলানিউজকে বলেন, সন্ধ্যায় উপজেলার পিতলগঞ্জ, হাজীপুর ও ধূলিহর এলাকায় অভিযান চালানো হয়।

এসময় মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং নিম্নমানের সার-বীজ ও পণ্য বিক্রির অপরাধে ওষুধ ব্যবসায়ী নূরুল আমীন, মাহমুদ মিয়া, সার ব্যবসায়ী শরীফুল ইসলাম, মুদি ব্যবসায়ী আব্দুর সোবহান, কাপড় ব্যবসায়ী সাহাব উদ্দিন ও বীজ ডিলার নজরুল ইসলামকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।