ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের জন্য নৌকা দিলেন ইউএনও

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৬ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৭
ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের জন্য নৌকা দিলেন ইউএনও ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে চারটি নৌকা দিয়েছে উপজেলা প্রশাসন।

বুধবার (২৫ অক্টোবর) দুপুরে সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের সীতানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তালশহর পূর্ব ইউনিয়নের সোনাসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দু’টি করে নৌকা বিতরণ ও বাঁশের সাঁকো উদ্বোধন করা হয়।

সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল ফেরদৌস এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে দু’টি করে নৌকা হস্তান্তর করেন।

পরে তিনি সীতানগর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসা-যাওয়ার সুবিধার জন্য বাঁশের সাঁকো উদ্বোধন করেন।

সুহিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ হোসেন হাজারী আঙ্গুরের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুস সামাদ আকন্দ, সদর বিআরডিবি’র চেয়ারম্যান এমএএইচ মাহবুব আলম, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম, আবুল হাসনাত মো. জহিরুল ইসলাম ও সদর উপজেলা শিক্ষা কমিটির সদস্য মো. বাহারুল ইসলাম মোল্লা।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাঈমা সুলতানা, ইউপি সদস্য আনোয়ারা বেগমসহ বিদ্যালয়ের শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যগন উপস্থিত ছিলেন।

সীতানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাঈমা সুলতানা বলেন, সীতানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাড়ে পাঁচশ’ শিক্ষার্থী রয়েছে। বর্ষাকালে সীতানগর ও কাশীনগর গ্রামের রাস্তা পানিতে ডুবে যাওয়ায় গ্রাম দু’টির দুই শতাধিক শিক্ষার্থীর বিদ্যালয়ে আসা-যাওয়া করতে কষ্ট হয়। নৌকা ও বাঁশের সাঁকো দেয়ায় তাদের ভোগান্তি লাঘব হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস বলেন, আশা করি, নৌকা দেয়ায় এবং সাঁকো করায় বিদ্যালয় দু’টিতে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়বে।

বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।