ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

বিমানবন্দরে প্রবাসীদের নিরাপত্তা দেওয়ার সুপারিশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৭ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৭
বিমানবন্দরে প্রবাসীদের নিরাপত্তা দেওয়ার সুপারিশ

ঢাকা: প্রবাসীদের জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আলাদা চ্যানেল করা, দ্রুত সময়ের মধ্যে লাগেজ পাওয়া ও প্রবাসীদের প্রয়োজনীয় নিরাপত্তা দেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। কমিটির পক্ষ থেকে এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (২৫ অক্টোবর) সংসদ সচিবালয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  

কমিটির সভাপতি নূরুল মজিদ মাহমুদ হুমায়ুনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য মন্নুজান সুফিয়ান, মাহমুদ উস সামাদ চৌধুরী ও মাহফুজুর রহমান এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

বৈঠকে জানানো হয়, বৈদেশিক কর্মসংস্থান খাতের গুরুত্ব অপরিসীম বিবেচনায় সরকার বিদ্যমান শ্রমবাজার ধরে রাখার পাশাপাশি নতুন নতুন শ্রমবাজার সৃষ্টির চেষ্টা অব্যাহত রয়েছে। শ্রমবাজার সম্প্রসারণের বিষয়ে মন্ত্রণালয় থেকে একটি স্বতন্ত্র শ্রমবাজার গবেষণা সেল প্রতিষ্ঠা করা হয়েছে। ২০টি নতুন দেশসহ ৫২টি দেশে শ্রমবাজার গবেষণার নিমিত্তে গবেষণা প্রতিষ্ঠান নিয়োগ করা হয়েছে।  

বৈঠকে কর্মী নিয়োগকারী দেশের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন ও আধুনিক বৃত্তিমূলক কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ কর্মী গড়ে তোলার  বিষয়ে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। আর প্রবাসী কল্যাণ ব্যাংকের শাখাগুলোকে সচল রাখা ও প্রয়োজনীয় জনবল পদায়নের বিষয়ে মন্ত্রণালয়কে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়।

বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৭
এসএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।