বুধবার (২৫ অক্টোবর) দুপুরে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বজলুর রশীদ শহরের পুরাতন বাবুপাড়ায় এ অভিযান চালান। এসময় তার সঙ্গে সৈয়দপুর উপজেলা কৃষি কর্মকর্তা হোমায়রা মণ্ডল ছিলেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বাবুপাড়ায় আমিরুল ইসলাম বাবু নামে এক ব্যক্তি নিজ বাড়িতে দীর্ঘদিন ধরে ভেজাল সার তৈরি করে দামি কোম্পানির মোড়কে বাজারজাত করে আসছিলেন। খবর পেয়ে দুপুরে সেখানে অভিযান চালিয়ে কারখানা সিলগালা করেন ভ্রাম্যমাণ আদালত। এদিকে, অভিযানের বিষয়টি টের পেয়ে ভেজাল সার কারখানার মালিক আগেই পালিয়ে যান।
সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বজলুর রশীদ জানান, ভেজালের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। সেটি সার হোক আর অন্যান্য পণ্যই হোক।
এজন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন।
বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৭
এসআই