ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

রিজার্ভ থেকে চুরি হওয়া পুরোটাই উদ্ধার করা সম্ভব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৭
রিজার্ভ থেকে চুরি হওয়া পুরোটাই উদ্ধার করা সম্ভব মতবিনিময় সভায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। ছবি: বাংলানিউজ

বরিশাল: বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি হওয়া ১০ কোটি ১০ লাখ ডলারের যে অংশ এখনো উদ্ধার হয়নি তার পুরোটাই উদ্ধার করা সম্ভব বলে দাবি করেছেন ব্যাংকের গভর্নর ফজলে কবির। 

বুধবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় বরিশালে ব্যাংকার-এসএমই উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় ও প্রকাশ্যে ঋণ বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।  

গভর্নর ফজলে কবির বলেন, ‘ব্যাংকের রিজার্ভ থেকে চুরি হওয়া বিষয়ে জুডিশিয়ারি মামলা শেষ হলেই এ টাকা সব ফিরিয়ে আনা সম্ভব হবে।

এর আগে মতবিনিময় সভায় এসএমই উদ্যোক্তাদের উদ্দেশে গভর্নর বলেন, উদ্যোক্তা সৃষ্টি করাই হলো আমাদের মূল লক্ষ্য এর মাধ্যমেই আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত ২০৪১ সালের মধ্যে দেশকে একটি উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে পারবো। ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে হলে জিডিপির ৮ শতাংশ প্রবৃদ্ধি দরকার। সে জন্য নতুন উদ্যোক্তা সৃস্টি করতে হবে। তাই চাকরির পেছনে না ঘুরে পরবর্তী প্রজন্মকে উদ্যোক্তা হয়ে শিল্প-কারখানা তৈরি করে দেশকে আর্থিকভাবে এগিয়ে নিতে হবে।

তিনি আরও বলেন, নারী উদ্যোক্তা সৃস্টি করতে হবে। এতে দেশের অর্থনৈতিক উন্নয়ন হবে, নতুন নতুন কর্মসংস্থানেরও সৃস্টি হবে। আগামীতে এসএমই খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ খাতের বিকাশে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। নারী উদ্যোক্তা বাড়াতে জামানত বিহীন ৪০ লাখ টাকা এসএসই লোন দেওয়া হচ্ছে।  

বরিশাল ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে গভর্নর ফজলে কবির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৪৪ জন এসএমই উদ্যোক্তার মধ্যে ৩৮ কোটি ১ লাখ টাকার ঋণ বিতরণ করেন।  

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংক বরিশালের মহাব্যবস্থাপক মো. আনোয়ার হোসেন।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি আরও উপস্থিত ছিলেন, বরিশালের জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান, অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহম্মদ শামস্-উল  ইসলাম, এবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মসিউর রহমান চৌধুরী, প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. কামাল খান চৌধুরী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৭
এমএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।