ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে ‘মুজিব মানে মুক্তি’ নাটকের প্রদর্শনী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৯ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৭
গোপালগঞ্জে ‘মুজিব মানে মুক্তি’ নাটকের প্রদর্শনী

গোপালগঞ্জ: গোপালগঞ্জে স্কুল থিয়েটার উৎসব ও ‘মুজিব মানে মুক্তি’ নাটকের প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ কেন্দ্র চত্বরে এ নাটকের প্রদর্শন করা হয়। পিপলস্ থিয়েটার অ্যাসোসিয়েশনের আয়োজনে এবং জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় এ স্কুল থিয়েটার উৎসব অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এছাড়াও উপস্থিত ছিলেন- গোপালগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, সদর উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফর রহমান বাচ্চু, পৌর মেয়র কাজী লিয়াকত আলী লেকু।

নাটকের প্রদর্শনী অনুষ্ঠানে সদর উপজেলার সাতটি স্কুল ও একটি মাদ্রাসা দল অংশ নেয়। অংশগ্রহনকারী দলগুলো হলো- গোপালগঞ্জ উচ্চ বিদ্যালয়, গোপালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, উলপুর মহিলা দাখিল মাদ্রাসা, বীণাপাণি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, শেখ হাসিনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, স্বর্ণকলি উচ্চ বিদ্যালয়, যুগশিখা নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এবং জেলা শিল্পকলা একাডেমি।

বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।