ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৭
গাজীপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ গাজীপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ছবি: বাংলানিউজ

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের আমবাগ এলাকায় সরকারি খাস জমিতে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন।

বুধবার (২৫ অক্টোবর) দুপুরে গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাসেল মিয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাসেল মিয়া বাংলানিউজকে জানান, আমবাগ এলাকায় সরকারি খাস জমিতে দীর্ঘদিন ধরে বেশ কিছু দোকানপাট ও স্থাপনা নির্মাণ করে একটি মহল।

বিষয়টি জেলা প্রশাসনের নজরে এলে বুধবার এ উচ্ছেদ অভিযান চালানো হয়। এসময় খাস জমিতে থাকা প্রায় ১০টি দোকান ও একটি ক্লাব ঘর উচ্ছেদ করা হয়েছে।

অভিযানকালে কোনাবাড়ী ইউনিয়ন (ভূমি) সরকারি কর্মকর্তা মো. ইউসুফ আলী, অফিস সহকারী মতিউর রহমান, মো. রুমান এবং পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৭
আরএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।