বুধবার (২৫ অক্টোবর) দুপুরে রাঙামাটির কাপ্তাই উপজেলার চিৎমরম চাকুয়াপাড়ায় বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান উৎসবে পূজনীয় ভিক্ষু সংঘরা দেশনাকালে এ কথা বলেন।
মহাসংঘ নায়ক রাজনিকায় মার্গ চিৎমরম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত পামোক্ষা মহাথের সভাপতিত্বে চীবর দান উৎসবে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পানছড়িপাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত পঞ্চপাদী পা মহাথের।
উৎসবে ধর্মদেশক হিসেবে দেশনা দেন ডলুছড়ি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত তিসসা মহাথের।
এছাড়া কঠিন চীবর দান উৎসবে কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অংসুইছাইন চৌধুরীসহ বিভিন্ন বিহারের অধ্যক্ষরা এবং দায়ক-দায়িকারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৭
আরবি/