বুধবার (২৫ অক্টোবর) রাত ৮টার দিকে বেনাপোল সীমান্তের সাদিপুর গ্রামের বিপরীতে ভারতীয় ইছামতি নদীর পাড় থেকে ৪৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা তাকে আটক করে। আটক মুদ্রা পাচারকারী বেনাপোল পৌরসভার সাদিপুর গ্রামের তোরাব আলীর ছেলে।
বিজিবি জানায়, তাদের কাছে গোপন খবর আসে বেনাপোল সীমান্ত পথে ভারত থেকে একটি টাকার চালান এ পথে আসছে। পরে তারা ওই এলাকায় অভিযান চালিয়ে একটি বস্তাসহ মোস্তাক আলীকে আটক করে। পরে বস্তা থেকে ৬৫ লাখ বাংলাদেশি টাকা পাওয়া যায়।
বেনাপোল সদর বিজিবি ক্যাম্পে কমান্ডার নায়েব সুবেদার আব্দুল ওহাব বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, আটক মোস্তাক আলীকে বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে।
বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৭
এজেডএইচ/এএটি