পরিবেশ অধিদফতরের বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে বুধবার (২৫ অক্টোবর) বিকেলে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেস্ট আহসান মাহমুদ রাসেল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জব্দ ও জরিমানা করেন।
পরিবেশ অধিদফতরের পরিদর্শক মো. তোতা মিয়া জানান, অভিযানে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ বেচা, বেচার জন্য প্রদর্শন, মজুত, বিতরণ করার অপরাধে বাজার রোডের মেসার্স আয়শা স্টোরকে ৫০ হাজার টাকা ও মেসার্স বরিশাল সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৭
এমএস/ওএইচ/