ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে এনজিও কর্মীর টাকা ছিনতাই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৭
সিলেটে এনজিও কর্মীর টাকা ছিনতাই

সিলেট: সিলেটের বেসরকারি সংস্থা (এনজিও) আশার দুই কর্মীকে ছুরিকাঘাত করে ৭০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। আহত মাঠ-কর্মীরা হলেন- জাহেদ আহমদ (৩০) ও সাইফুল ইসলাম (৩২)।

বুধবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় সিলেটের বিশ্বনাথে দেওকলস ইউনিয়নের সৎমাওনপুর এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, ঘটনার সময় বিশ্বনাথে দেওকলস ইউনিয়নের সৎমাওনপুর এলাকা থেকে টাকা তুলে ফিরছিলেন ওই দুইকর্মী।

এসময় ঘটনাস্থলে পৌঁছানো মাত্র তিন যুবক তাদের গতিরোধ করে কাছে থাকা ক্ষুদ্র ঋণের কিস্তির টাকা ছিনিয়ে নেওয়ার জন্য ভয় দেখান। টাকা দিতে না চাইলে এক পর‌্যায়ে ছুরিকাঘাত করে তাদের কাছে থাকা ৭০ হাজার টাকা দিয়ে পালিয়ে যায়। পরে ডাক-চিৎকারে শুনে আশপাশের লোকজন এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুদ্দোহা বাংলানিউজকে বলেন, ছিনতাইয়ের ঘটনার খবর পেয়েছি। ঘটনাটি আমরা খতিয়ে দেখছি।  

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৭
এনইউ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।