ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

রাশিয়ার যুব উৎসবে শিল্প ও বিদ্যুতের উপর গুরুত্ব

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
রাশিয়ার যুব উৎসবে শিল্প ও বিদ্যুতের উপর গুরুত্ব রাশিয়ায় ১৯তম বিশ্ব যুব ও ছাত্র উৎসবের অনুষ্ঠান

ঢাকা: রাশিয়ায় অনুষ্ঠিত ১৯ তম বিশ্ব যুব ও ছাত্র উৎসবে শিল্প ও বিদ্যুতের ভবিষ্যতের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এ উৎসবে অংশ নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের তরুণ বিশেষজ্ঞরা নিজেদের মধ্যে মতবিনিময় করেন।

রাশিয়ার পর্যটন শহর সোচি’তে গত ১৪ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত এই উৎসব অনুষ্ঠিত হয়। বাংলাদেশ থেকে শতাধিক প্রতিনিধি এ উৎসবে অংশ নেন।

এবারের এ বিশ্ব যুব ও ছাত্র উৎসবে ১৫০টি দেশের ১৮ থেকে ৩৫ বছর বয়সের ২০,০০০ এর অধিক প্রতিনিধি অংশ নেন। এই উৎসবে অংশগ্রহণকারীদের মধ্যে যুবক, ছাত্র, শিক্ষক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, বিদ্যুৎ শিল্পের কর্মী, সাংবাদিকরা ছিলেন।

উৎসবে বাংলাদেশের প্রতিনিধিদের মধ্যে প্রযুক্তি ও গবেষণা বিষয়ে আগ্রহী ১১ জনকে রুশ রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি কর্পোরেশন-রোসাটম আমন্ত্রণ জানিয়ে নিয়েছিলো।

সোচির অলিম্পিক পার্কে অনুষ্ঠিত এই উৎসবে অন্যান্য কর্মসূচিসহ বিজ্ঞান, শিক্ষা, সংস্কৃতি, শিল্প, পারমাণবিক বিদ্যুৎ, পরিবেশসহ বিষয়ক বিভিন্ন ইভেন্টের আয়োজন করা হয়। এতে রাজনীতিবিদ, বিজ্ঞানী, সফল তরুণ উদ্যোক্তারা অংশ নেন এবং তাদের মধ্যে মতবিনিময় হয়।

উৎসবে রোসাটম ’বিদ্যুতের ভবিষ্যত’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে। এতে তরুণ বিশেষজ্ঞরা বিশ্বের উন্নয়ন ও পরিবর্তনে পারমাণবিক বিদ্যুৎ কিভাবে ভূমিকা রাখছে যে বিষয়ে আলোচনা করেন। এর সঙ্গে সংগতি রেখে পরিবেশের নিরাপত্তা ও সামাজিক দায়িত্ব পালনের গুরুত্ব নিয়েও আলোচনা হয়।

উৎসবে ‘শিল্পে ভবিষ্যৎ’ শীর্ষক গোলটেবিল আলোচনা ও ওয়ার্কশপের আয়োজন করা হয়। এতে শিল্পের ভবিষ্যতের জন্য আধুনিক প্রযুক্তি এবং এর সঙ্গে সঙ্গতিপূর্ণ পরিবেশ ও  টেকসই উন্নয়নের উপর গুরুত্ব দেওয়া হয়।

এ উৎসবে এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকা, মধ্যপ্রাচ্যের প্রতিনিধিরা তাদের অভিজ্ঞতা বিনিময় করেন।

বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
এসকে/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।