রাশিয়ার পর্যটন শহর সোচি’তে গত ১৪ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত এই উৎসব অনুষ্ঠিত হয়। বাংলাদেশ থেকে শতাধিক প্রতিনিধি এ উৎসবে অংশ নেন।
উৎসবে বাংলাদেশের প্রতিনিধিদের মধ্যে প্রযুক্তি ও গবেষণা বিষয়ে আগ্রহী ১১ জনকে রুশ রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি কর্পোরেশন-রোসাটম আমন্ত্রণ জানিয়ে নিয়েছিলো।
সোচির অলিম্পিক পার্কে অনুষ্ঠিত এই উৎসবে অন্যান্য কর্মসূচিসহ বিজ্ঞান, শিক্ষা, সংস্কৃতি, শিল্প, পারমাণবিক বিদ্যুৎ, পরিবেশসহ বিষয়ক বিভিন্ন ইভেন্টের আয়োজন করা হয়। এতে রাজনীতিবিদ, বিজ্ঞানী, সফল তরুণ উদ্যোক্তারা অংশ নেন এবং তাদের মধ্যে মতবিনিময় হয়।
উৎসবে রোসাটম ’বিদ্যুতের ভবিষ্যত’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে। এতে তরুণ বিশেষজ্ঞরা বিশ্বের উন্নয়ন ও পরিবর্তনে পারমাণবিক বিদ্যুৎ কিভাবে ভূমিকা রাখছে যে বিষয়ে আলোচনা করেন। এর সঙ্গে সংগতি রেখে পরিবেশের নিরাপত্তা ও সামাজিক দায়িত্ব পালনের গুরুত্ব নিয়েও আলোচনা হয়।
উৎসবে ‘শিল্পে ভবিষ্যৎ’ শীর্ষক গোলটেবিল আলোচনা ও ওয়ার্কশপের আয়োজন করা হয়। এতে শিল্পের ভবিষ্যতের জন্য আধুনিক প্রযুক্তি এবং এর সঙ্গে সঙ্গতিপূর্ণ পরিবেশ ও টেকসই উন্নয়নের উপর গুরুত্ব দেওয়া হয়।
এ উৎসবে এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকা, মধ্যপ্রাচ্যের প্রতিনিধিরা তাদের অভিজ্ঞতা বিনিময় করেন।
বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
এসকে/আরআই