বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৭টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওবায়দুর রহমান ও লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলার রহমান ওই ইউনিয়ন পরিষদের একটি কক্ষ থেকে ১১০ বস্তায় এ পরিমাণের চাল জব্দ করেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওবায়দুর রহমান বাংলানিউজকে জানান, মঙ্গল ও বৃহস্পতিবার (২৪ ও ২৬ অক্টোবর) ১নং লাখাই সদর ইউনিয়নে সরকারি তালিকা অনুযায়ী ১ হাজার ৯০০ জন গ্রাহকের মধ্যে চাল বিতরণ করা হয়।
তিনি আরো জানান, চেয়ারম্যানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
টিএ