ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

লাখাইয়ে ইউপি চেয়ারম্যানের আত্মসাত করা ভিজিএফ’র চাল জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
লাখাইয়ে ইউপি চেয়ারম্যানের আত্মসাত করা ভিজিএফ’র চাল জব্দ লাখাই সদর ইউপি চেয়ারম্যান আরিফ আহমেদ রূপম

হবিগঞ্জ: গ্রাহককে ওজনে কম দিয়ে হবিগঞ্জের লাখাই সদর ইউপি চেয়ারম্যান আরিফ আহমেদ রূপম’র আত্মসাত করা সাড়ে ৫ টন ভিজিএফ’র চাল জব্দ করেছে প্রশাসন।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৭টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওবায়দুর রহমান ও লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলার রহমান ওই ইউনিয়ন পরিষদের একটি কক্ষ থেকে ১১০ বস্তায় এ পরিমাণের চাল জব্দ করেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওবায়দুর রহমান বাংলানিউজকে জানান, মঙ্গল ও বৃহস্পতিবার (২৪ ও ২৬ অক্টোবর) ১নং লাখাই সদর ইউনিয়নে সরকারি তালিকা অনুযায়ী ১ হাজার ৯০০ জন গ্রাহকের মধ্যে চাল বিতরণ করা হয়।

এসময় ইউনিয়নের চেয়ারম্যান এসব গ্রাহককে ওজনে কম দিয়ে সাড়ে ৫ টন চাল আত্মসাত করে পরিষদের একটি কক্ষে রেখে দেন। পরে খবর পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশকে সঙ্গে নিয়ে এ চাল জব্দ করা হয়।

তিনি আরো জানান, চেয়ারম্যানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।