ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় ‍ওষুধের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
বগুড়ায় ‍ওষুধের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভ্রাম্যমাণ আদালতের জব্দ করা ওষুধ পুড়িয়ে দেয়া হচ্ছে

বগুড়া: বগুড়ার শেরপুর উপজেলায় অভিযান চালিয়ে রেজিস্ট্রেশনবিহীন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিপুল পরিমাণ ওষুধ জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকেল থেকে সন্ধ্যা নাগাদ শেরপুর পৌর শহরের রেজিস্ট্রি অফিস এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সিরাজুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে।

উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মো. রায়হান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রেজিস্ট্রি অফিস এলাকায় অবস্থিত শাহীন আলমের মালিকানাধীন শাহীন মেডিকেল স্টোর ও সুশান্ত সাহার মুক্তি ভেটেরিনারি স্টোরে অভিযান চালিয়ে রেজিস্ট্রেশন বিহীন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি এবং মজুতের দায়ে দুই প্রতিষ্ঠানের মালিকের কাছ থেকে ১০ হাজার করে মোট ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

এ সময় বিপুল পরিমাণ নকল ও ভেজাল ওষুধ জব্দ করা হয়। পরে সেগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। প্রাণী ও জনস্বাস্থ্য সুরক্ষায় ওষুধের দোকানগুলোয় এ অভিযান চালানো হয়।

অভিযানকালে বগুড়া অঞ্চলের ড্রাগ সুপার আহসান হাবিব ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
এমবিএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।