ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

শুরুতেই মিরাজের আঘাত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
শুরুতেই মিরাজের আঘাত শুরুতেই মিরাজের আঘাতে আমলার বিদায়

ঢাকা: দ. আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টি টোয়েন্টিতে টাইগারদের হয়ে বল হাতে প্রথম আঘাতটি হানলেন অফস্পিনার মেহেদি হাসান মিরাজ। আর তার হানা আঘাতে ক্রিজছাড়া হলেন প্রোটিয়াদের নির্ভরযোগ্য ব্যাটসম্যান হাশিম আমলা।

দ্বিতীয় ওভারে মিরাজের শেষ বলটি আমলা অফ সাইডে খেলতে গেলে তা গিয়ে তার স্ট্যাম্পে আঘাত হানলে ব্যক্তিগত ৩ ও দলীয় ১৮ রানে রানে ক্রিজছাড়া হন এই প্রোটিয়া ওপেনার।

এর আগে বৃহস্পতিবার(২৬ অক্টোবর) দুই ম্যাচ সিরিজের প্রথম টি টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নামে দ. আফ্রিকা।

বাংলাদেশ একাদশ: ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, শফিউল ইসলাম ও সাইফ উদ্দিন।

বাংলাদেশ সময়: ২২৪৮  ঘণ্টা, ২৬ অক্টোবর ২০১৭
এইচএল/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।